শ্ৰীগুরু গৌরাঙ্গা নদীয়ায় উদয়
পরম দয়ালু সবল হৃদয়।
পূর্ব অনুরোগে ভাবের উদয়
রাধা প্রেমধারা দুনিয়নে বয়।
হরি হরি বলে ধারণী লুটায়
আপনি আচরি ধর্ম পরেরে শিখায়।
প্রেমের মহিমা সীমা নাহি হয়
দন্ড কমাণ্ডুলু, কৌপীন পৈরয়।
নাহি নামে রুচি গুরু পদার্শ্রয়
শ্রীরাধারমণ বড় দুরাশয়।।
পূর্ববর্তী:
« শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
« শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
Leave a Reply