শুধু গৌরার প্রেমে মজে গো কুল কলঙ্কের ভয় রাখি না;
গৌরার প্রেমের এত জ্বালা গৃহে যাইতে মন চলে না।।ধু।।
কলঙ্ক অলঙ্কার কইলাম মনের কথা বলব গো না,
শ্যাম কলঙ্কিনী নামটি আমার জগতে রহিল ঘোষণা।।
পিপাসী চাতকীর মত পিপাসায় প্ৰাণ বাঁচে না,
কি করিলে কি হইবে কি করি উপায় বল না,
ভবিয়া রাধারমণ বলে গুরু, ভজন হইল না,
কামরসে মন মগ্ন সদায় প্ৰেমরসে মন মজল না।
পাঠান্তর : গো আ : কি করি উপায় বল না > কি হইবে সন্ধানেতে পাই না।
পূর্ববর্তী:
« শিবপাশাতে শুয়ে আছেন হেকিম শাহ আউলিয়া
« শিবপাশাতে শুয়ে আছেন হেকিম শাহ আউলিয়া
Leave a Reply