রাইরূপে শ্যাম অঙ্গ ঢাকা
কি হেরিলাম গৌর বাঁকা।
এক দিবসে জলের ঘাটে কুখনে গো হইল দেখা
সেই ঘাটে আর কেউ ছিল না সে একা আর আমি একা।
নব্য রসের রাসবেহারী নব রসে যায় গো দেখা
দেখতে ছিন্ন বাহিরে চিহ্ন চিহ্ন দুই নয়ন বাঁকা।
ভাইবে রাধারমণ বলে গো তোরা সকলে
বিনয় করি ও নাগরী বন্ধু আইনে একবার দেখা।
পূর্ববর্তী:
« রাই, কিসের তোমার অভিমান গো
« রাই, কিসের তোমার অভিমান গো
পরবর্তী:
রাখ কি মার এই দয়া কর »
রাখ কি মার এই দয়া কর »
Leave a Reply