ভাসিলরে নইদের বাসী আনন্দ সাগরে ।।ধু।।
উদয় হইল গৌরচান সুরধনীর তীরে ।।চি।।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরে
হরেরাম হরেরাম রামরাম হরে হরে
হরি নামের মধুর ধ্বনি ধন্য নদীয়াপুরে
সংকীর্তনের যজ্ঞারম্ভ শ্ৰীবাসী মন্দিরে।।
আবালবৃদ্ধ যুবতনারী ভাসে প্রেমনীরে
কেউতো বাকি রইল নারে রাধারমণ কয় কাতরে।।
পাঠান্তর : রা/৪২ : সাগরে > বাজারে; হরেকৃষ্ণ…রাম রাম হরে হরে > কেহ বলে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কেহ বলে হরে রাম রাম রাম হরে হরে; যুবতনারী > পুরুষনারী; কেউ > কেহ, রাধারমণ কয় > কয় রাধারমণ।
য/১৬২ : সাগরে > সায়রে, হরেকৃষ্ণ… হরে হরে > কেহ বলে হরে রাম রাম রাম হরে হরে, যুবতনারী > যুবক নারী; কয় > কইল।
Leave a Reply