ভজ ওরে মন শ্ৰীকৃষ্ণ চৈতন্য
নিত্যানন্দ রায়
অদ্বৈত শ্ৰীবাস গদাধর দাস
শ্ৰীনিবাস রসময়।
মহাপ্ৰভু মনে যেই রাত্ৰিদিনে
সাজাতে প্ৰেম বাদল
অনর্পিত ধন করে বিতরণ
জীবে বলয়ে গরল।।
মানুষ রতন হয় যেই জন
কৃষ্ণ প্ৰেমে ভেসে যায়
ছাড়ি কর্মজ্ঞান করে গুরুধ্যান
মন বলি রে তোমায়।
আত্মসুখ ছাড়ি বলা হরি হরি
শ্ৰী রাধারমণে গায়।।
পূর্ববর্তী:
« ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
« ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
Leave a Reply