বাছা নিমাই চান্দরে, হায়রে আমার প্রাণের বাছা নিমাই চান্দ রে।
তোমরানি দেইখাছ আমার নিমাইচান রে নগরবাসীরে।।
কাল কথাটি কাল হইল, কাল নিহদ্রায় প্ৰবেশিল রে।
কাল নিদ্ৰা চোখে দিয়া আমার নিমাইচান সন্ন্যাসে গেলা।।
ঘরের বধু বিষ্ণুপ্রিয়া, কে রাখিব প্ৰবোধ দিয়া রে।
শচীরানী মা জননী কেমন করে রব গৃহে।।
ভাইবে রাধারমণ বলে রাইখ নিমাই চরণ তলে।
অন্তিম কালে জিহ্বায় যেন, নিমাই নিমাই বইলে ডাকে রে।।
পূর্ববর্তী:
« বাগ জনতার স্বাধীনত্ত্বে অভাগীদের মৃত্যু হয়
« বাগ জনতার স্বাধীনত্ত্বে অভাগীদের মৃত্যু হয়
পরবর্তী:
বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা »
বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা »
Leave a Reply