প্ৰাণ কি করে গো সই মন চলে না গৃহে।
যাইতে পারি না। আর কুল রাখিতে
আমি যে অবধি গৌর হেরেছি
আমি সেই প্যাঁচে ঠেকেছি বন্ধন ভারী
সই গো ও পাঁচ লাগল আমার গলেতে।।
চল চল সবে মিলে যাই গৌর প্রেমের সাগরে
যাই গো কুল ভেওরা ভাসাইয়া আমরা
কলঙ্কের হার গলায় দিব গো সখী
ছাই দিবো ঐ কুলোতে।।
কুল কলঙ্ক পসার সাজাব
যে দেশে গৌরাঙ্গ গেছে সেই দেশে যাব।।
ভাইবে রাধারমণ বলে সই যাই
যাইগো আমরা ফুল বেচিব নগরে।
পূর্ববর্তী:
« প্ৰভু তোমায় ডাকি আমি হরিবল বলে
« প্ৰভু তোমায় ডাকি আমি হরিবল বলে
পরবর্তী:
প্ৰাণ থাকিতে দেখি বন্ধু আসে কিনা আসে »
প্ৰাণ থাকিতে দেখি বন্ধু আসে কিনা আসে »
Leave a Reply