পূৰ্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলা গৌরাঙ্গ
জন্মিলা গৌরাঙ্গ আমার জন্মিলা গৌরাঙ্গ।।
শচীর গর্ভে জন্ম নিলেন গৌর গুণমণি
কি শোভা কি নয়ন বাঁকা কতই শুভঙ্গী করে গো।।
দশমাস দশদিন পরে গৌরাঙ্গ ভূমিতে পড়িল
নারীগণে সবে মিলি নাড়ি ছেদ করিল।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
নন্দরাণনীর আশা পূর্ণ করা গৌরহরি আসিয়া।
পূর্ববর্তী:
« পুর্ব দিকে চেয়ে দেখ আর তো নিশি নাই
« পুর্ব দিকে চেয়ে দেখ আর তো নিশি নাই
পরবর্তী:
পোনে ছটা বেজে গেল ছটা দশে গাড়ি »
পোনে ছটা বেজে গেল ছটা দশে গাড়ি »
Leave a Reply