নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী
কাচাসোনা হলুদ মাখা কি আচানক যায় গো দেখা
ঘাটে কেহ ছিল না আমি একা, মনে লয় রূপ ধরিয়ে রাখি।।
কি ক্ষেণে জল ভারতে গো গেলাম রূপ দেখিয়ে ভুলিয়ে রইলাম
জাতকুলমান সব হারাইলাম দেহমাত্র রইল বাকি।
ভাইবে রাধারমণ গো বলে আশার আশে
আমার কয়দিন আছে গো বাকি।
পূর্ববর্তী:
« নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে
« নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে
পরবর্তী:
নবি এসে ঘুচালেন আঁধার »
নবি এসে ঘুচালেন আঁধার »
Leave a Reply