নদীয়ায় আর থাকবে না সখী কুলমান ।।ধু।।
কুল মজাইতে আইল গৌর চান।।চি।।
দেখছি হনে লাগছে মনে গো সখী
আর বাঁচে না আমার প্রাণ।। ১।।
সখী গো কি বলব তার রূপের আভা
মুনি জনের মনোলোভা।
সখী গো ভাইবে রাধারমণ বলে
প্ৰেমানলে অঙ্গ জ্বলে
অযাচনে কুল দিয়াছে গো
সখী ছাড়ো মনের অভিমান।।।৩।।
পূর্ববর্তী:
« নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
« নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
পরবর্তী:
নদীয়ায় এলো রে আজ নিমাই কিশোর »
নদীয়ায় এলো রে আজ নিমাই কিশোর »
Leave a Reply