ধন্য নদীয়ায় উদয় হইল গৌর নিতাই।।ধু।।
এমন মধুমাখা নামের ধ্বনি আর কর্ণে শুনি নাই। চি
গঙ্গা আদি তীৰ্থস্থান ধ্যান যজ্ঞ তপধ্যান হে।
দেবাদির বাঞ্ছিত হারিরে নাম সংকীর্তনে পাই।।।১।।
হরি নামের কি মাহাত্ম্য শুনে পতিতপাষণ্ডী মুক্ত হে
দেখ হরি হরি বৈলে কান্দে জগাই আর মাধাই।।২।।
গৌর লীলা ভোজের বাজি কাজির বেটা হইল বাবাজি
শ্ৰী রাধারমণকে বুঝি নিতাইর মনে নাই।।৩।।
পূর্ববর্তী:
« ধন্য ধন্য রে বাঁশি কি পুণ্য তোমার
« ধন্য ধন্য রে বাঁশি কি পুণ্য তোমার
পরবর্তী:
ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায় »
ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায় »
Leave a Reply