দয়াল গৌর হে পাব তোমায় আর কত দিন বাকী
একদিন তো দিলায় না দেখা জীবনভরা ডাকাডাকি।।ধু।।
জন্ম দিলে ভূমণ্ডলে উত্তম মনুষ্য কুলে
গৌর বলে ডাকলে না মন পাখী
আমারে পাঠাইয়া ভাবে কোথায় দিয়াছ লুকি
জন্ম দিলে মার উদরে আমারে বলিয়া গেলে
তোমায় ভুলে আর কত দিন থাকি
তোমার অভাবে তুমি থাকো আমার অভাবে আমি থাকি।
ভাইবে রাধারমণ বলে বদ্ধ হইছি মায়ার জালে
গৌর বলে ডাকলে না মন পাখী
আমার মনে ঐ বাসনা চরণ সেবায় সদা থাকি।
পূর্ববর্তী:
« দয়াল গুরুজি তোমায় চেনার উপায় বলো না
« দয়াল গুরুজি তোমায় চেনার উপায় বলো না
Leave a Reply