তোরা বল গো সকলে গৌরচান পাব কই গেলে
ওগো এক দিবসে গিয়াছিলাম সুরধনীর কিনারে
এগো বিজুলী চটকের মত গৌরচান দেখা দিয়া লুকাইলে।।
ভাইবে রাধারমণ বলে শুন গো সকলে
ওগো পাইতাম যদি গৌরচান আমি কইতাম কথা নিরলে।।
পূর্ববর্তী:
« তোরা দোষিও না গো আমারে, প্রেম করা কি জানে রাখালে
« তোরা দোষিও না গো আমারে, প্রেম করা কি জানে রাখালে
পরবর্তী:
তোরা বল গো সখীগণ, চিন্তা কিসে হয় বারণ »
তোরা বল গো সখীগণ, চিন্তা কিসে হয় বারণ »
Leave a Reply