তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ উঠিয়াছে
রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে।।ধু।।
নাগরী গো — মুখে বলে রা-রা-রা-
দুই নয়নে বহে ধারা গো–
এগো সুরধনীর ধারা যেনো ধারায় ধারায়
ভাইসাছে।
নাগরী গো–যেদিকে গৌর হেলিয়া পড়ে
সেই দিকে নিতাইরে ধরে গো–
এগো–ভাইবে রাধারমণ বলে আর কি গোরার বাকী আছে।
পূর্ববর্তী:
« তোরা দেখা রে আসি নগরবাসী প্ৰেমরসের ফুল
« তোরা দেখা রে আসি নগরবাসী প্ৰেমরসের ফুল
Leave a Reply