জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচান গুণমণি
তুই আমার ছইছনা সজনী।
আমার বাতাস লাগিব যারো গায়
কুল যাবে কলঙ্ক হবে ঠেকবে বিষম দায়
ঘরে রইতে পারবে না গো হইয়া যাবে উদাসিনী।
আসিও না নিকটে পড়িবে সঙ্কটে
আমার মতো কলঙ্কিনী নাই গো এ জগতে
শ্ৰী রাধারমণ বলে চিত্তে জ্বলে আগুনি।
অসম্পূর্ণ
পাঠান্তর : আসিও না আগুনি > সখী আসিও না নিকটে, আমার মতো কলঙ্কিনী নাই গো জগতে / প্রাণ সপিয়াছি রাধা পদে মুশিদ বিনে না জানি … (অপূর্ণ)
পূর্ববর্তী:
« জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
« জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
পরবর্তী:
জাতি কুল মান হারাইলাম যাহার লাগি »
জাতি কুল মান হারাইলাম যাহার লাগি »
Leave a Reply