চান বদনে বল হরি শ্ৰীগুরু গৌরাঙ্গ নাম পারের কান্ডারী।
অকুল সমুদ্রে দেখি তুফান উঠছে ভারী
তোমার নামে কলঙ্ক রইব যদি ডুবিয়া মরি।
তুফান দেখি মন মাঝি অকুল ধরছে পাড়ি
গুরুর হাতে হাইলের বৈঠা মাস্তুলে শ্ৰী হরি।
ভাবিয়া রাধারমণ বলে শ্ৰীগুরু কান্ডারী
জপমালা ঠিক থাকিলে তরাইবা শ্ৰীহরি।
অসম্পূর্ণ
পাঠান্তর : সুখ ৪ প্রথম চরণের পর : ও মাঝিরে অকুল ধইরাছ পাড়ি; তোমার নামে-> তোমার পায়েতে); পঞ্চম চরণের পর : জয় রাধা নামে বাদাম দিয়ে তুমি দেও জাঙ্গায় দড়ি। স্ত্রীপুরুষ… শ্ৰীহরি > এই নিবেদন করি যাইবার কালে মনমাঝি ভাই সঙ্গে নিবায় নি।
পূর্ববর্তী:
« চাতকে বরিষণ চায় কবে হয়রে বরিষণ রইলো অপেক্ষায়
« চাতকে বরিষণ চায় কবে হয়রে বরিষণ রইলো অপেক্ষায়
পরবর্তী:
চার রঙে ফুটিয়াছে ফুল কুরেশের বাগিচাতে »
চার রঙে ফুটিয়াছে ফুল কুরেশের বাগিচাতে »
Leave a Reply