চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে আজ নদীয়ায়।
বালবৃদ্ধ যুবানারী তারা মধ্যে হরিগুণ গান গায়।।
ডালে বৈসে শুকসারি বদন ভৈরে বলে হরি
সুখে বলে ওগো মারি দরশনের সময় যায়।।
জগাই মাধাই পাপী ছিল (হরির) নামের গুণে উদ্ধারিল
কলসীর কান্দায় মাইল বারি দয়াল নিতাইর কোমল গায়।
ভাইবে রাধারমণ বলে মানব জনম যায় বিফলে
বুঝি আমার কর্মদোষে (দয়াল) নিতাইর বাতাস লাগল গায়।
পূর্ববর্তী:
« চাঁদনী রাইতে নিরজনে আইসো সখা সংগোপনে
« চাঁদনী রাইতে নিরজনে আইসো সখা সংগোপনে
Leave a Reply