চলেছে হরি নামের গাড়ী
আয় কে যাবি বৃন্দাবন
দীক্ষা শিক্ষা মহাবলী পথে
তিনটা ইক্টিশন।।
প্ৰথম টিকনা নৈন্দাপুরী
স্টেশন মাস্টার গৌরহরি
নিতাই অদ্বৈত সহায়কারী
নামের গাভীর মহাজন।
হরিদাসের চৌকিদাবী সাতপণ দণ্ড
টাইম নিরূপণ
অজলা ও নামের গাড়ী নিষ্টাচাকে
দোকানদারী
ভক্তি আনিল প্রেমের বারি কামের
কৈলায় কৈরে দাহন।
সদামুলে ভাবের নিকট চালাও
বিশ্বাসের ইনজিন।
গাভী পালকে গোলোকে চলে
কালের কোঠায় রূপ সনাতন
গাড়ী মাঝে আশি কোঠা
ষোল কোঠায় মালের কোঠা
পাঁচ রসিক তার মালের মহাজন
গাড়ী গোলোকে গোপনে চলে
বৈসে রইল গোসাঁই রমণ।
পূর্ববর্তী:
« চলরে মন রাজ দরবারে, কলিযুগের রাজা শ্রীচৈতন্য
« চলরে মন রাজ দরবারে, কলিযুগের রাজা শ্রীচৈতন্য
পরবর্তী:
চলেনা আমার গাড়ি রে চলে না নাঈমের গাড়ি রে »
চলেনা আমার গাড়ি রে চলে না নাঈমের গাড়ি রে »
Leave a Reply