চলরে মন রাজ দরবারে, কলিযুগের রাজা শ্রীচৈতন্য
সদর মহকুমা নদীয়াপুরে।।ধু।।
গবার্নার শ্ৰীনিত্যানন্দ এসিস্টেটস্ট তার অদ্বৈত
চিপ কমিশন শ্ৰীবাসভক্ত, সাব ডিভিশন শান্তিপুরে।
জর্জ আদালত শ্ৰীগদাধর হরিদাস তার খুদ মাজেস্টর
শ্ৰীনিবাস তার ইনিস্পেকটর স্বৰ্গমর্ত্য পাতালপুরে।
নজারতে রূপ সনাতন তার অনুগত চৌষট জন।
যাচে হরি নামের শমন, রাধারমণ কহে কাতরে।।
পূর্ববর্তী:
« চলনা চলনা মাধব নিশি যায় পোষাইয়া
« চলনা চলনা মাধব নিশি যায় পোষাইয়া
পরবর্তী:
চলেছে হরি নামের গাড়ী »
চলেছে হরি নামের গাড়ী »
Leave a Reply