গৌরাঙ্গ লাবণ্য ও রসময় গো
ও গৌরচান্দ সোনারই বরণ
এমন গৌররূপে মন করলে হরণ
সোনাতে সোহাগা দিয়ে
গোরোচনা তায় মিশাইয়ে
এমন কাঁচাসোনা কি করল গঠন গো
নবীন সন্ন্যাসীর বেশে–দাঁড়াইয়াছে রাজপথে
কত কুলবধূর মন করল হরণ গো
গোসাঁই রাধারমণ বলে প্ৰাণ সপিলাম ঐ চরণে
কুল মান অভিমান করি বিসর্জন।
পূর্ববর্তী:
« গৌররূপে আমায় পাগল করিল রে
« গৌররূপে আমায় পাগল করিল রে
পরবর্তী:
গৌরার ভাবটি বুঝা দায় অহে স্বরূপ রাম রায় »
গৌরার ভাবটি বুঝা দায় অহে স্বরূপ রাম রায় »
Leave a Reply