গৌররূপ হেরিলাম গো সুরধনীর তীরে।
গৌর উদয় হইল, উদয় হইল গো
কি দিব রূপের তুলনা যেমন কাঁচা সোনা সুরসনা
এগো কলসী ভাসাইয়া জলে রূপ চাইয়া রহিলাম গো
রাইরূপেতে গিল্টি করা কোন রমণীর মনোহরা গো
গৌরায় রাধা রাধা রাধা বলে কান্দিয়া বেড়ায় গো
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গজ্বলে
মনে লয় তার সঙ্গে যাইতাম দাসী হইয়া গো।
পূর্ববর্তী:
« গৌররূপ হেরিলাম গো মনপ্ৰাণ কুলমান সব নিল গো
« গৌররূপ হেরিলাম গো মনপ্ৰাণ কুলমান সব নিল গো
পরবর্তী:
গৌররূপে আমায় পাগল করিল রে »
গৌররূপে আমায় পাগল করিল রে »
Leave a Reply