গৌর বলিয়ে ও নাগরী হৃদয় ফাটিয়ে যায়
আজ দেখাও গো আমায়
তারে দেখছি হেনে পাগল মনে ভুলন না যায়
তারে দেখাও গো আমায়।
হাতে লোটা মাথে জটা নামাবলী গায়
এগো ললাটে চন্দনের ফুটা আড় নয়নে চায়
ভাবিয়ে রাধারমণ বলে প্ৰেমানন্দের দায়
এগো মেঘের বিজলী ছটা লাগল আমার গায়।।
পূর্ববর্তী:
« গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে সজনী তার নাম জানিনা
« গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে সজনী তার নাম জানিনা
পরবর্তী:
গৌর বিচ্ছেদ প্রেমের এত জ্বালাগো »
গৌর বিচ্ছেদ প্রেমের এত জ্বালাগো »
Leave a Reply