গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে সজনী তার নাম জানিনা।।ধু।।
শ্যামল বিজুলী রেখা শিরেতে যায় যে দেখা গো
এগো ভ্রূভঙ্গ সোনার শিক্ষা কি দিয়ে কৈল গঠনা।
খনে হাসে খনে নাচে খনে চায় আশে পাশে গো
এগো যারে তারে প্রিয় ভাবে সদায় রসের আলপনা।
দণ্ডে দণ্ডে তিলে পলে ভুলে না বাউল মনে গো
এগো ভাইবে রাধারমণ বলে কি কুক্ষণে কৈল গঠনা।
পূর্ববর্তী:
« গৌর প্রেমের এতো জ্বালা সখী জানিনা গো আগে জানি না
« গৌর প্রেমের এতো জ্বালা সখী জানিনা গো আগে জানি না
পরবর্তী:
গৌর বলিয়ে ও নাগরী হৃদয় ফাটিয়ে যায় »
গৌর বলিয়ে ও নাগরী হৃদয় ফাটিয়ে যায় »
Leave a Reply