গৌর প্রেমের এতো জ্বালা সখী জানিনা গো আগে জানি না
সুরধুনীর তীরে গৌরা নারীবধের ফান পাতিয়াছে
ঘাটে নামলে পরে পড়বে ফেরে আসতে পারবে না।
তুষের অনল ঘইয়া জ্বলে মনের অনল দ্বিগুণ জ্বলে
আমার হিয়ার মধ্যে জ্বলছে অনল সইতে পারি না।
ভাইবে রাধারমণ বলে প্ৰেম করিও না তোমরা সবে গো
আমি একজন মরছি প্ৰেমে তোরা মইরো না।
পূর্ববর্তী:
« গৌর নিতাই উদয় নদীয়ায়
« গৌর নিতাই উদয় নদীয়ায়
Leave a Reply