গুরু শ্ৰীপাদপঙ্কজে দেহ ঠাঁই।।ধু।।
আমি ধর্ম অর্থ মুক্তি চাই না, কেবল তোমার চরণ চাই।। চি।।
বাঞ্ছাকল্পতরু গুরু শ্ৰীচৈতন্য গোসাঁই।
তুমি পতিত পাবন নামটি ধর, কাঙ্গালে এই ভিক্ষা চাই।
নাহি মম শ্রদ্ধাভক্তি কিসে তব চরণ পাই।
আমি সাধন ভজন বিহীনের শ্ৰীপদ বিনে গতি নাই।
শ্ৰীরাধারমণে ভণে, ভাবিতেছি মনে মনে।
ভবরোগের মহৌষধি গুরু বিনে অন্য নাই।
পাঠান্তর : তী/৭ : গুরু > × × আমি > × × বাঞ্ছা > মনোবাঞ্ছা
নাহি মম. চরণ পাই> × ×
Leave a Reply