গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো, ও নাগরী।।ধু।।
ওয়াগো রূপে দাসী কইরে সঙ্গে নিতে চায় গো।।চি।।
আমি গিয়েছিলাম সুরধুনী আমি হেরলাম গৌরচান্দ গুণমণি
এমন রিসের খনি না দেখি জগতে গো।।১।।
জুড়-ভুরু দুটি আঁখি গৌরায় বাঁকা আঁকি রাখে গো
গউরার আঁখির ঠারে কারে না ভুলায়।২।
ভাইবে রাধারমণ বলে তাহারে পাইতাম যদি কোনো কলে গো
আমার প্রাণ জুড়াইতাম রাখিয়া হিয়ায়।।৩।।
পূর্ববর্তী:
« গউর নিতাই আইসে রে ও হরির নাম অমৃতে ভাসাইলে
« গউর নিতাই আইসে রে ও হরির নাম অমৃতে ভাসাইলে
পরবর্তী:
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো, ও নাগরী »
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো, ও নাগরী »
Leave a Reply