কৈ কৈ সে রূপ রসময়, স্বরূপ যে রূপ দর্শনে মহানন্দ হয়।
রসের স্বরূপ নিত্যানন্দ রূপ অদ্বৈত হুঙ্কারে চৈতন্যের উদয়।
আনন্দ চিন্ময় রসের পাথার, যে রূপ বিহারে প্ৰেমসিন্ধু পার।
ভব-পারাপারে গুরু কর্ণধার, শ্ৰীরূপ নগরে সদানন্দময়।
পঞ্চতত্ত্বময় রূপ সারাসার, মনপ্ৰাণ রে সচিদানন্দ কার।
শ্ৰীরদাপের তরণী ঘাটে বান্ধা যার, সে রসে ভাসাইয়ে আনন্দে হাসয়।
অগম্য অকুল রূপের দেশাচার, রীত বিপরীত যাদের বাজার
শ্ৰী রাধারমণের জন্যম অসার, হইল না শ্ৰী রূপের চরণ অশ্রায়।
পূর্ববর্তী:
« কেয়াস দলিল, হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন
« কেয়াস দলিল, হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন
পরবর্তী:
কৈ রৈল কৈ রৈল আমার শ্যামচান্দ শুকপাখি »
কৈ রৈল কৈ রৈল আমার শ্যামচান্দ শুকপাখি »
Leave a Reply