কৃপা করে চৈতন্য নিতাই।।ধু।।
তোমরা দু ভাই গৌর নিতাই আমরা দুই জগাইমাধাই।।চি।।
পতিতপাবন নাম ধরিয়াছ তাইতো তাদের চরণ চাই।
কর বা না করে। দয়া দেখব। সে নামের বড়াই।।১।।
ত্ৰিতাপে তাপিত অঙ্গ শীতল পদে নিলেম ঠাঁই
সুযোগে কলিকাল পাইয়াছি এবার ছাড়াছাড়ি নাই।২।
শ্ৰী রাধারমণে বলে এবার মারামারি নাই।।।৩।।
পূর্ববর্তী:
« কৃপা কইরে আইস আসরে গৌরমণি
« কৃপা কইরে আইস আসরে গৌরমণি
পরবর্তী:
কৃপা করো দয়াল মওলা মোরে অনাথ জানিয়া »
কৃপা করো দয়াল মওলা মোরে অনাথ জানিয়া »
Leave a Reply