কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়।
গৌরার হাতে লুটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার
তারে দেখলে নয়ন পাসরা না যায় গো
গৌর বড় বিনদিয়া পাষাণে বান্ধিয়া হিয়া গো
গৃহ কাজ না চায় তার মনে গো।
গৌরায় কোন সন্ধি জানে কুল মন সইতে টানে গো
তারে দেখছি বলে কয় না কোনো জনে গো।
ভাইবে রাধারমণ বলে ঠেকিয়াছি পিরিাতের ফান্দে গো
তারে ছুটিাইলে ছুটও না যায় গো।
পূর্ববর্তী:
« কি দিয়া সুধিমু প্ৰেম ঋণগো রাই আমার সে ধন নাই
« কি দিয়া সুধিমু প্ৰেম ঋণগো রাই আমার সে ধন নাই
পরবর্তী:
কি বলমু কলিয়া রূপের কথা, গো সজনী »
কি বলমু কলিয়া রূপের কথা, গো সজনী »
Leave a Reply