কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে
আইস গৌর এই আসরে।।ধু।।
রাজবংশে ছিলেন হরি কেয়ছা তেরা ধনুকধারী, হরি হে,
দ্বাপরেতে নন্দের ঘরে খাইয়াছ মাখন চুরি করে।
বিনা সুতে হার গাঁথিব বনফুলেতে সাজাইব, হরি হে
কপালে তিলক দিব হেরাব তোমার চরণ ধরে
রাধারমণ ভাবিয়া কয় বিপাকেতে পড়িয়া রয়, হরি হে
অন্তিমকালে দয়াল গুরু উদ্ধারিয়া লইও মোরে।
পূর্ববর্তী:
« কাঁদেরে কাঁদে নাঈম আকুল হইয়া রে প্রাণবন্ধুয়ার লাগিয়া
« কাঁদেরে কাঁদে নাঈম আকুল হইয়া রে প্রাণবন্ধুয়ার লাগিয়া
পরবর্তী:
কাঙালি জানিয়া পার কর »
কাঙালি জানিয়া পার কর »
Leave a Reply