কলির জীবের ভাগ্যে গৌরচান্দ উদয় হইয়াছে।।ধু।।
রাধা ভাব প্ৰেমতরঙ্গে ভুবন মাথিয়াছে।।চি।।
সঙ্গে অদ্বৈত নিত্যানন্দ শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ হে
অনুপ্ৰতি প্ৰেমরত্নধন অৰ্পণ করিয়াছে।।১।।
গৌর প্রেমের ঢেউ টের পায় না কেউ
হরি হরি বৈলে ধুলায় লুটতেছে।।২।।
যারা ভাগ্যে ছিল প্ৰেম ধন পাইল
ও তার মানব জন্ম সফল হইল হে
রাধারমণ বলে প্ৰেম জলে জগৎ ভাসিয়াছে।
পূর্ববর্তী:
« কলির জীবনে ভাবনা কিরে মন
« কলির জীবনে ভাবনা কিরে মন
পরবর্তী:
কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার »
কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার »
Leave a Reply