কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে
আইল রিসে মাখা গৌরচান্দ কাচাসোনা।।ধু।।
তিন বাঞ্ছা অভিলাষী গউরায় পুরাইল মনের বাসনা।।চি।।
সত্যে শুক্লবৰ্ণ ছিল ত্ৰেতায় রক্তবর্ণ হইল গো
দ্বাপরেতে কৃষ্ণ লীলা কলিতে পীত বসনা।।১।।
সেই গৌর নৈদে আসি শচীর গর্ভে প্ৰবেশি।
পাপতাপ সহ নাশি কালির জীবকে দিলা উপাসনা।২।
ভাবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
আমার জনম গেল ভুলে ভুলে অবহেলে টের পাইলাম না।
পূর্ববর্তী:
« কলিজা ছেদিল রে শ্যাম পিরিতের বিষে
« কলিজা ছেদিল রে শ্যাম পিরিতের বিষে
পরবর্তী:
কলির জীবনে ভাবনা কিরে মন »
কলির জীবনে ভাবনা কিরে মন »
Leave a Reply