কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর।
কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর।।
রূপে ভুবন আলো যে করিল
আমার গৌরাচান্দের রুদাপের কাছে অরুণ কিরণ ছাপাইল।
দণ্ড করাঙ্গ হাতে মুখে যাঁরা রা রা বলে।
নামাবলী অঙ্গে গোরায় শোভিল।
গৌরা হরি নাম সংকীর্তন করি জগৎ-ভাসাইল।
আমার প্রাণ নিয়াছে গৌরচান্দ উপায় কি বল
গোসাঁই রমণ বলে কে কে যাবে আমার সঙ্গে চল।
পূর্ববর্তী:
« কই গো মাধবীলতা বল গো ললিতে
« কই গো মাধবীলতা বল গো ললিতে
পরবর্তী:
কই থেকে আইলাম কই বা যাইতাম »
কই থেকে আইলাম কই বা যাইতাম »
Leave a Reply