ও নাগরী কি রূপ মাধুরী গো সুরধনীর তীরে।।ধু।।
হাসে কান্দে নাচে গায় প্রেম রস রঙ্গে
সোনার অঙ্গ ধুলায় লুটায় কি ভাব অন্তরে?
শ্যাম গৌর বাকী নয়ন যার পানে চায় ফিরে,
দেহ থুইয়া মন হরে বান্ধিয়া প্ৰেম ভুরে।
নয়নে লাগিয়াছে গো রূপ পাগল করিল মোরে,
শয়নে স্বপন দেখি জাগিয়া না পাই তারে।
কান্দিয়া রাধারমণ বলে পাইতাম যদি তারে,
যত্ব করি রাখিতাম আমার হিয়ার মাঝারে।
পূর্ববর্তী:
« ও নদী রে, তোর খেলা দেখিব কত আর
« ও নদী রে, তোর খেলা দেখিব কত আর
পরবর্তী:
ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন »
ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন »
Leave a Reply