ঐ নাকি সেই ব্ৰজধাম আরো ভাই নিতাই।।ধু।।
সেই ধামে মধুর প্রেমে রে অ নিতাই কৃষ্ণকলঙ্কিনী রাই।।চি।।
মধুমঙ্গল সুবিলাদি রে অ নিতাই রাখাল সভাই।
যে বনে চরাইত ধেনু রে অ নিতাই কবলী ধবলী গাই।।১।।
ললিতা বিশাখা সঙ্গে রে অ নিতাই বিনোদিনীরাই।
যে ধামে বিরাজ করে রে অ নিতাই নবীন নাগর কানাই।।২।।
করুণাসাগর নিতাই রে অ নিতাই গুণের সীমা নাই
শ্ৰীরাধারমণের আশারে অ নিতাই অন্তিমে শ্ৰীচরণ পাই।।।৩।।
পূর্ববর্তী:
« ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন আরে ভাই নিতাই
« ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন আরে ভাই নিতাই
পরবর্তী:
ঐ নাম লও জীব মুখে রে রাধা গোবিন্দ নাম বল »
ঐ নাম লও জীব মুখে রে রাধা গোবিন্দ নাম বল »
Leave a Reply