ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী।
তুমি দয়া না করিলে গৌর কে করিবে আমারে
ওরে দেও দরশন পতিতপাবন জুড়াউক পরানীরে
নদীয়ার যত নারী রে তারা সব হইল ধনী
গোলকে আনিয়া প্ৰেম ভাসাইলা অবনী।
ভাইবে রাধারমণ বলেরে গৌরচান্দ গুণমণি
অন্তিমকালে দেও মোরে চরণ দুখানি।
পূর্ববর্তী:
« ঐ আইল ঐ আইল আমার সঙ্কীর্তনের গৌর রায়
« ঐ আইল ঐ আইল আমার সঙ্কীর্তনের গৌর রায়
পরবর্তী:
ঐ ঘরে কেউ থাকার জায়গা নাই »
ঐ ঘরে কেউ থাকার জায়গা নাই »
Leave a Reply