এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে
গউর নিতাই এসে প্রেম বরিষে নদীয়ায়।।ধু।।
পুর্বরাগে যে সাজিল প্ৰেম বারির অন্ত নাই।।চি।।
বারি পূর্ব দেশে বরাষিল হে প্রেমধারায় ধরা ভাসিয়া যায়।।১।।
কেহ বৈসে মেঘের আশে প্রেমনীরে কেহ ডুবিতে চায়
কেহ প্ৰেম সাগরে দিয়াছেরে কেহ মরে জল পিপাসায়।।২।।
তুলা রাশি মায়ের বিন্দু সে বিন্দু সামান্য নয়
শ্ৰী রাধারমণে কহে প্ৰেম বিন্দু লাগিল না হে আমার গায়।।৩।।
পূর্ববর্তী:
« এসকে ফানা ফিল্লা হয়ে জয় করো দুই কূল
« এসকে ফানা ফিল্লা হয়ে জয় করো দুই কূল
পরবর্তী:
এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি »
এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি »
Leave a Reply