উদয় চৈতন্যচান্দ সুরধুনী তীরে
ভাসাইল গৌরদেশ রাধাপ্রেমনীরে।
উত্তম অধম গৌর পতিত না বিচারে
অযাচনে নাম প্রেম দেয় যারে তারে।।
আপনে উক্তি আচরি বিলায় জীবেরে
একদিন চাহে রাধারমণ পামরে।
পূর্ববর্তী:
« উদাসী মন উদাস স্বরে ডেকে ডেকে কয়
« উদাসী মন উদাস স্বরে ডেকে ডেকে কয়
পরবর্তী:
উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে »
উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে »
Leave a Reply