উদয় হইলায় বা নদীয়ায় চান গৌর হরি–
রাই ভাবেতে আবেশিলায় নদীয়া বিহারী।।ধু।।
খনে হাসে খনে কাসেদ উলটিয়া পড়ি
মুখে বলে রা-রা-রা ধুলায় গড়াগড়ি।
ভাইবে রাধারমণ বলে ঐ বাসনা করি–
অন্তিমকালে অধীনেরে দিও চরণ তরী।
পূর্ববর্তী:
« উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে
« উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে
পরবর্তী:
উন্দুর মারো রে দেশের জনগণ »
উন্দুর মারো রে দেশের জনগণ »
Leave a Reply