আর কিছু না মানে আমার প্রাণে গো গৌর বিনে।
এগো গউর চরণ গৌর বরণ গৌররূপ নেহারে গো।
গৌরাচান্দের রূপমাধুরী না হেরিলে প্ৰাণে মরি
তারে দেখলে বাঁচি নইলে বাচিনা গউর বিনে।
ভাইবে রাধারমণ বলে ঐ বাসনা আমার মনে গো
আমার মনে লয় তার দাসী হইয়া রাইতাম রাঙা পায়ে।
পূর্ববর্তী:
« আর কি আশা পুরিবে আমার
« আর কি আশা পুরিবে আমার
পরবর্তী:
আর কী গো মোর মানব জীবন হবে »
আর কী গো মোর মানব জীবন হবে »
Leave a Reply