আমি সেই গৌর বলে ডাকি
যদি কুমকুম চন্দন হইত রাখিতাম অঙ্গেতে মাখি।
মনে যেন লয় শুধু গৌরা নয়
বুঝি রাইর অঙ্গ আছে মাখামাখি।
আমার মন চায় তার রাঙা পায়
জড়িত হইয়া থাকি।।
ব্ৰজাঙ্গানাগণে শ্ৰীকৃষ্ণ বিহনে
আমার মন হইয়াছে চাতকী।
দিবানিশি নিরলে বসি বন্ধু বন্ধু বলে
অন্তরে নিরলে ডাকি।
বাউল রাধারমণ চায় ধরতে বন্ধের রাঙা পায়
পাছে পাছে ঘুরি সদায় অন্তরে ভরসা রাখি।
বন্ধে মোর ঘেঁষে না কাছে সদায় দিয়া ফাঁকি
পাঠান্তর : য/১৩৮ : যদি কুমকুম… ফাঁকি > আমার প্রাণ কান্দে থাকি থাকি / আমি না জানি সাধন না জানি ভজন, কোন গুণে তোমায় ডাকি। আমি বনে বনে যাই কান্দিয়া বেড়াই মন হইতেছে চাতক পাখি/ পুষ্প চন্দন হইত। রে গৌর, অঙ্গেতে মাখিয়া রাখি/ আমার হেন মনে লয়, শুধু গৌর নয়, রাইর প্রেমে মাখামাখি/ ভাবিয়ে রাধারমণ বলে ঝুরে দুটি আঁখি / দাস নরোত্তম কয়, গৌর দয়াময়, পতিতাকে উদ্ধারো নাকি।
Leave a Reply