আমি দেখিয়ে আইলাম তারে গো হরে
আমি দেইখে আইলাম তারে।।ধু।।
সে যে নবীন গৌরাঙ্গ করিতেছে কত রঙ্গ
সুরধনীর তীরে গো নীরে।
মদন জিনিয়া সন্ধান করিয়া তারে গলিয়াছে কোন কারিগরে
কলসী ভাসাইয়া রহিলাম চাইয়া দুই নয়নে সে রূপ নেহারে।
হরি বলে গৌরাচান পাতিছে রূপের ফান নাগরী ধরিবার তরে
কুরঙ্গ নয়নে চায় যার পানে অরে বিন্দিল পঞ্চশরে।
রসের মুরতি হেরিয়া যুবতী মনে প্ৰাণে ধৈর্য নাহি ধরে
ভাইবে রাধারমণ বলে রূপ হেরিনু যেই কালে
যতই হেরি ততই নয়ন ঝুরে।।
পূর্ববর্তী:
« আমি দেখাইতে পারি না গো নীলা প্রেমের জ্বালা
« আমি দেখাইতে পারি না গো নীলা প্রেমের জ্বালা
পরবর্তী:
আমি দয়াল গুরু বিনে গো কইব কথা কার সনে »
আমি দয়াল গুরু বিনে গো কইব কথা কার সনে »
Leave a Reply