আমি চাইয়া দেখতে যে পাই গৌরবময় সকলি
গৌর আমার শঙ্খ গো সারি
গৌর আমার সিঁথের সিন্দুর মাথার চিরুনি।।
গৌর আমার হস্তের কঙ্কণ গলার পাঁচ লরী
আমি গৌর গলে লাগাইয়া ধীরে গমন করি।।
যখন থাকি গৃহকর্মে
গৌর আমার কাছে আনকথা বলে গো যতনে
আমি গৌর গৌর গৌর বলে নয়নধারায় বইতে থাকি।
ভাইবে রাধারমণ গো বলে গোর কিগো সামান্যে মিলে
যতনে রাখিও তারে।
আমি গৌর রূপ সাগরের মাঝে মীনের মত ডুবে থাকি
পূর্ববর্তী:
« আমি চাই না বেহেস্ত, চাই না দোজখ
« আমি চাই না বেহেস্ত, চাই না দোজখ
Leave a Reply