আমি গৌর প্ৰেমে মাজে গো কুলক লঙ্কের ভয় রাখি না।
গৌর প্রেমের এতই জ্বালা গৃহে যাইতে মন চলে না।।ধু।।
কলঙ্ক অলংকার কইলাম মনের কথা বলবো গো না
শ্যাম কলঙ্কী নামটি আমার জগতে রইল ঘোষণা
পিপাসী চাতকের মত পিপাসায় প্ৰাণ বাঁচে না
কি করিলে কি হইবে উপায় কি রে বল না।
কেন্দে রাধারমণ বলে গুরু ভজন হইল না।
কাম রসে মগ্ন সদায় প্রেম রসে মন মজন না।।
পূর্ববর্তী:
« আমি গান গাই গাইগো গান আমার মন রে বুঝাই
« আমি গান গাই গাইগো গান আমার মন রে বুঝাই
Leave a Reply