আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে গৌর উদয় হইল গো।।ধু।।
সখী গো কি দিব রূপের তুলনা গৌরার বরণখানা
যেমন কাঞ্চা সোনা
কলসী ভাসাইয়া জলে চাহিয়া রইলাম গো।
সখী গো–মাইয়ার প্রেমে গিলটি করা রমণীর মন মনোহরা —
মুখে বলে রা -রা-রা চমকে উঠলাম গো।
সখী গো–সাধে সাধে পিরীত করলাম আগা পিছ না ভাবিলাম
এখন আমি ঠেকিলাম বিপাকে গো।
সখী গো–ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম চিরদাসী অইয়া গো।
পূর্ববর্তী:
« আমি কি তোর আপন ছিলাম না
« আমি কি তোর আপন ছিলাম না
Nihar sarkar
Yess