আজ কোন প্ৰাণ কেন্দে কেন্দে উঠেরো ভাই, ভাইরে নিমাই।
আমি যার লাগি দেশান্তরী, কোথায় গেলে তারে পাই।।
বহু দিন হয়। ব্ৰজ ছাড়া, হয়েছে জীবন্তে মরা রে।
কইরে আমার চূড়াধড়া কোথায় প্ৰেমময়ী রাই।।
গোঠে মাঠে ধেনু চরা, কইরে আমার সুবল সখারে।
কইরে আমার শ্ৰীদাম সুদাম কবলী ধবলী গাই।।
ভেবে রাধারমণ বলে, কোন ভাবে শ্যাম গৌর হইলে রে।
আমি প্ৰেম ভাবে মারি যেন, শ্ৰীচরণে ভিক্ষা চাই।।
পাঠান্তরঃ সুখ ৪ ভেবে রাধারমণ … ভিক্ষা চাই > ভাইবে রাধারমণ বলে মানবজীবন যায় বিফলেরে আমি ঘাটের মরা মইলে যেন অন্তিমে সো চরণ পাই।
পূর্ববর্তী:
« আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে
« আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে
পরবর্তী:
আজ প্রথম মে দিবসে »
আজ প্রথম মে দিবসে »
Leave a Reply