আইল রে আইল গৌর, নিতাই সঙ্গে লইয়া।।ধু।।
ভাসাইল নদিয়াপুরী প্ৰেমবন্যা দিয়া।।চি।।
ষোল নাম বত্ৰিশ অক্ষর দীক্ষা মিশাইয়া।
হরি নামের ধ্বনি শুনি ভুবন জুড়িয়া।।১।।
অজপাতে সখাগণে তত্ত্ব জানাইয়া।
চেতন করিল জীবরে চৈতন্যমন্ত্ৰ দিয়া।।২।।
হীন রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
লোকনাথের চক্ষু অন্ধ হইল কর্ম দোষ জানিয়া।।৩।।
পূর্ববর্তী:
« আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
« আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
পরবর্তী:
আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি »
আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি »
Leave a Reply