অবনীতে উদয় নদীয়াতে গউর নিতাই।।ধু।।
পাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই।।চি।।
পঞ্চতত্ত্ব সঙ্গে স্বরূপ রামানন্দ রায়।
হরি সঙ্কীর্তন যজ্ঞারম্ভ আর জীবের ভাবনা নাই।
অন্যাচনে প্ৰেমরত্বধন জীবকে বিলায়।
হরি নামামৃত বরিষণে ত্ৰিভুবন ভেসে যায়।
জীবের ভাগ্যে হইয়ে সদয় নামের লোট বিলায়।
কেহ পাইল কেহ পাইল না রে ভাবিয়ে রাধারমণ গায়।
পূর্ববর্তী:
« অপার অসীম আল্লাহ দিল্ কহে মন কহে
« অপার অসীম আল্লাহ দিল্ কহে মন কহে
পরবর্তী:
অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে »
অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে »
Leave a Reply