অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে।।ধু।।
নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে।। চি।।
ব্রজলীলা সাঙ্গ কইরে রসরাজ হইলেন গৌরাঙ্গ
হে রাধাভাবের প্ৰেমতরঙ্গ নদিয়ে আসিয়াছে।।১।।
পূর্বরাগে মেঘ সাজিল, বারি পূর্বদিকে বরষিল হে
প্ৰেমজলে জগৎ ভাসাইল বাকি কে আছে।।২।।
রাধা নামে বাদাম দিয়ে কৃষ্ণ নামের সাইর গাইয়ে হে
চলছে বহিয়ে রসিক নাইয়ে রাধারমণ বৈসে রইয়েছে।।
পাঠান্তর : গো আ : নদীয়া … শান্তিপুর > শান্তিপুর ডুবু ডুবু নদীয়া; রাধাভাব… আসিয়াছে >ডোর কৌপিন ধারণ করি হরি বলিয়াছে; পুর্বরাগে বারি > অনুরাগের মেঘ সাজিল মেঘ।
পূর্ববর্তী:
« অনুরাগ কোন অবতার রে, গৌরাঙ্গচান্দ
« অনুরাগ কোন অবতার রে, গৌরাঙ্গচান্দ
Leave a Reply