অনুরাগ কোন অবতার রে, গৌরাঙ্গচান্দ
এমন দয়াল আইল, ঘরে ঘরে প্ৰেম বিলাইল
না করিল জাতের বিচার রে।
নববিধা ভক্তিরসে বিচারে গৌর দেশে
পুরাইল তিনের অভিলাষ।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
অন্তিমকালে দিও শ্ৰীচরণ রে।
পূর্ববর্তী:
« অতীত বর্তমানে কি আর মিল আছে
« অতীত বর্তমানে কি আর মিল আছে
পরবর্তী:
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে »
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে »
Leave a Reply